প্রকাশিত: Fri, Dec 1, 2023 9:55 AM
আপডেট: Sun, Jan 25, 2026 7:44 PM

[১]শান্তর সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৫ রানে এগিয়ে বাংলাদেশ

সাঈদুর রহমান: [২] সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে টাইগারদের থেকে ৪৪ রানে পিছিয়ে ছিল সফরকারী কিউইরা। ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছিলো তারা। তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হাতে রেখে ২১২ রানে দিন শেষ করেছে টাইগাররা। এতে ২০৫ রানের লিড নিয়ে এগিয়ে আছে শান্ত-মিরাজরা।

[৩] টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। 

[৪] বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হোসেন। ১৭ রানে জাকির লেগ বিফোরে আউট হলে, ৮ রান করে রান আউটে কাঁটা পড়েন জয়।

[৫] এরপর অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে শতক রানের লিড পার করে বাংলাদেশ। ৪০ রানে আবারো রান আউটের ফাঁদে পড়েন মুমিনুল। কিন্তু অপর প্রান্তে থিতু হন শান্ত। মুশফিককে সঙ্গ নিয়ে রান তুলতে থাকেন তিনি। ১৯২ বল খেলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই টাইগার অধিনায়ক। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

[৬] ব্যাটিংয়ে এখনো পর্যন্ত মুশফিকুর রহিম ৪৩  এবং নাজমুল হাসান শান্ত ১০৪ রানে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে একটি মাত্র উইকেট শিকার করেছেন আজাজ প্যাটেল। সম্পাদনা: তারিক আল বান্না